বিষয়: সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলি
এমসিকউ প্রশ্ন ও উত্তর
১৬। কুতুবদিয়া দ্বীপ কোথায় অবস্থিত?
ক) কক্সবাজারে খ) ভোলায়
গ) পটুয়াখালীতে ঘ) নোয়াখালীতে
১৭। বাংলাদেশে সামুদ্রিক মৎস্য আহরণের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) কক্সবাজারে খ) বরিশালে
গ) খুলনায় ঘ) পটুয়াখালীতে
১৮। বাংলাদেশের সর্বাধিক নৌপথ রয়েছে কোন নদীতে?
ক) যমুনা নদীতে খ) পদ্মা নদীতে
গ) মেঘনা নদীতে ঘ) কর্ণফুলী নদীতে
১৯। ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম?
ক) উপকূলীয় অঞ্চল
খ) কাদামাটি অঞ্চল
গ) পাহাড়ি ও সমভূমি অঞ্চল
ঘ) দোআঁশ ও পলি দোআঁশ অঞ্চল
২০। বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধান করছে কোন প্রতিষ্ঠান?
ক) পেট্রোবাংলা
খ) বিআইডব্লিউটিএ
গ) বিসিএসআইআর
ঘ) বার্ক
উত্তর: ১৬। ক, ১৭। ক, ১৮। খ, ১৯। খ, ২০। ক।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর