X

৬৮তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত মালয়েশিয়া

মালয়েশিয়ার স্বাধীনতা দিবস আগামী রবিবার (৩১ আগস্ট) উদযাপিত হবে। এই দিনে দেশটি স্বাধীনতার ৬৮তম বছর পালন করবে। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য মালয়েশিয়া দেশের সর্বত্র প্রস্তুতি সম্পন্ন করেছে।

কাম্পুংয়ের অলিগলি থেকে শহরের প্রশস্ত সড়কসহ সব জায়গা সাজানো হয়েছে নানা রঙের ব্যানার ও ফেস্টুন দিয়ে। রাস্তাজুড়ে উড়ছে সাদা, নীল, লাল ও হলুদ রঙের মালয়েশিয়ান পতাকা। রাজধানী কুয়ালালামপুর শহরও সজ্জিত হয়েছে।

মালয়েশিয়ার এবারের স্বাধীনতা দিবসের স্লোগান হলো ‘মালয়েশিয়া মাদানি : রাকায়াত দিসানতুনি’। এটি সরকারের মাদানি নীতি অনুসরণ করে জনগণের কল্যাণ নিশ্চিত করার উপর জোর দেয়। জাতীয় উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের জন্য ন্যায্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রায় এক লাখেরও বেশি মানুষ এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবে। অনুষ্ঠান হবে প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায়।

প্রস্তুতির অংশ হিসেবে পুত্রাজায়ার আশপাশের কয়েকটি সড়ক ও স্থান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চলমান রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর কুচকাওয়াজের প্রশিক্ষণ, মহড়া ও অধিবেশন। শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।

১৯৫৭ সালের ৩১ আগস্ট মালয়েশিয়া ব্রিটিশ শাসনের কাছ থেকে রক্তপাতহীনভাবে স্বাধীনতা অর্জন করে। এবারের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে সেই ইতিহাস স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Categories: পর্যটন
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings