আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার (২১ আগস্ট)।গ্রেপ্তার ৮ পুলিশকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের আদেশ দেবেন।এর আগে গত ১৩ আগস্ট আজকের দিন ধার্য করেন আদালত। সেদিন আসামিপক্ষের শুনানি শেষ হয়। মামলায় মোট আসামি ১৬ জনের মধ্যে ৮ জন গ্রেপ্তার হয়েছেন।২০২৪ সালের ৫ আগস্ট গুলি করে হত্যার পর আশুলিয়া থানার পাশে পুলিশ ভ্যানে রেখে ৫টি মরদেহে আগুন ধরিয়ে দেয় পুলিশ। আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন। সেই অবস্থাতেই পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এর পর ১১ সেপ্টেম্বর, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।