X

৭০তম ফিল্মফেয়ারে উপস্থাপনা করবেন শাহরুখ

বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর মঞ্চে আবার দেখা যাবে সুপারস্টার শাহরুখ খানকে। দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে ফিরছেন তিনি। নিজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, রসবোধ ও ব্যক্তিত্ব দিয়ে আগেও এই মঞ্চে দর্শকদের মাতিয়েছেন ‘কিং খান’।

ফিল্মফেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন শুধু পুরস্কার নয়, ভারতীয় সিনেমার এক অনন্য উদযাপন। আর সেই উদযাপনকে স্মরণীয় করে তুলতেই এবার শাহরুখের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন প্রখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর, সঙ্গে থাকবেন জনপ্রিয় উপস্থাপক মনীশ পাল।

১৯৯৩ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছিলেন শাহরুখ। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল সে’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’-সহ বহু ছবির জন্য তিনি জিতেছেন ফিল্মফেয়ারের সেরা অভিনেতার খেতাব।

এদিকে, এবারের আসরের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়েছে। শীর্ষ প্রতিযোগীদের মধ্যে রয়েছে: ‘স্ত্রী ২’, ‘কিল’, ‘লাপাতা লেডিস’, ‘আই ওয়ান্ট টু টক’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর, ভারতের আহমেদাবাদের একা অ্যারেনায়।

Categories: বিনোদন
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings