পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি, কাঁদছেন-উদযাপন করছেন লেবাননের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৪ মাস যুদ্ধের পর দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকার মানুষ যুদ্ধবিরতি উদযাপন করছেন। সঙ্গে অনেকে কাঁদছেনও।

আলজাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বৈরুত থেকে বলেছেন, “আমরা জানি হিজবুল্লাহ বড় ক্ষয়ক্ষতির শিকার এবং বেশ কয়েকটি বড় ধাক্কা খেয়েছে। কিন্তু আমরা বৈরুতের মানুষকে যেভাবে উদযাপন করতে দেখেছি। তাতে আমরা বলতে পারব না এটি তাদের জন্য একটি পূর্ণ জয় ছিল না।”

তিনি আরও বলেছেন, “আমরা কয়েক হাজার ছোট অস্ত্রের গুলির শব্দ শুনেছি। তবে সেগুলো যুদ্ধক্ষেত্রে নয়, উদযাপনের জন্য ছোড়া হয়েছে। মানুষ পতাকা উড়াচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তারা মিস্টি-কেক বিতরণ করছেন। তবে মানুষ আবার কাঁদছেনও। তারা কাঁদছেন কারণ এই সহিংসতা বন্ধ হয়েছে। তবে সামনের পথটি খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।”

আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন, হামলা চালিয়ে বৈরুতের অনেক বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব হামলা ছিল নির্বিচার। বৈরুতের এমন কোনো অলি-গলি নেই যেখানকার কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। সব জায়গাই কমবেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

এদিকে এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হিজবুল্লাহ। তাদের মতে, তাদের যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলার কারণে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।