পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাফার ভাইস প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের কাউন্সিল সদস্য এবং প্রাক্তন সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ ২০২৫ সালের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন এবং একই বছরের জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ পাকিস্তানের প্রাক্তন সভাপতি আশফাক ইউসুফ তোলাকে সাফার এর সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। কবির ২০২৫ সালের জন্য স্বয়ংক্রিয়ভাবে সাফার সভাপতি হিসেবে নিযুক্ত হবেন।

মোহাম্মদ হুমায়ুন কবিরের ৪৩ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮১ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের জানুয়ারি পর্যন্ত একটি সিএ ফার্মে এবং ১৯৮৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮৮ সালের জুন পর্যন্ত একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং ব্যবসা ও শিল্পে সেবা প্রদান করেছেন।

তিনি ২০১০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক পরিবেশ পুরস্কার (পরিবেশ পদক) লাভ করেন এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ৮ বছরের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি পান।

তিনি ২০১২ সালের মার্চ মাস থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) একজন সুবিধাদাতা হিসেবে জড়িত। তিনি বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) এর পরিচালক (২০২১-২০২৩ নির্বাচিত) এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবেও যুক্ত।

সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা), সার্ক অঞ্চলের শীর্ষ পেশাদার অ্যাকাউন্ট্যান্টস সংস্থা। সাফার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং আফগানিস্তানের এগারোটি অ্যাকাউন্ট্যান্টস সংস্থার সাথে ৪ লাখ ৭৫ হাজারেরও বেশি সদস্য যুক্ত রয়েছে। সাফা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি) এর একটি নেটওয়ার্ক অংশীদারও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।