পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এক জনপ্রিয় ক্রিকেটার অবসর নিতে বলেছিলেন, অভিযোগ করুণ নায়ারের

Md Abu Bakar Siddique
জুন ১৬, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বলা হতো তাকে। দেশের হয়ে টেস্ট খেলতে নেমেই হাঁকিয়েছিলেন ট্রিপল সেঞ্চুরি। সেই তিনিই আবার হারিয়ে গিয়েছিলেন আশ্চর্যজনকভাবে। আবার ফিরলেন হইচই ফেলে দিয়ে। করুণ নায়ারকে নিয়ে চর্চা থামছে না। ৭ বছর পর আবার টেস্ট টিমে প্রত্যাবর্তন হয়েছে তার।

৩৩ বছর বয়সী এই ক্রিকেটার কিন্তু প্রাক সফর ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন। টেস্ট না হলেও এর আগে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে তার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সফল হতে পারবেন, তা মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে আবার বোমা ফাটিয়েছেন করুণ। যা নিয়ে হইচই পড়ে গেছে নতুন করে।

যে সাত বছর ভারতীয় টিমের বাইরে ছিলেন করুণ, সেই সময় নাকি এক অত্যন্ত পরিচিত মুখ তাকে বলেছিলেন অবসর নিয়ে নিতে। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে করুণ জানান, ২০২২ সালটা তার কাছে অত্যন্ত কঠিন ছিল। কর্নাটকের ছেলে ১৪ মাস দলের বাইরে ছিলেন। কর্নাটক টিমও তাকে ওই সময় ছেঁটে ফেলে। ফিরে আসার স্বপ্ন দেখা দূরে থাক, ২২ গজে ফিরবেন কী করে, সেই দুশ্চিন্তাতেই আচ্ছন্ন ছিলেন। সেই সময় এক জনপ্রিয় ক্রিকেটার তাকে বলেছিলেন, ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে।

করুণ বলেন, আমার এখনও মনে আছে ওই দিনটা। সেই পরিচিত ক্রিকেটার আমাকে বলেছিল, আমি যদি অবসর নিয়ে নিই, বিভিন্ন লিগে খেলে যে টাকা পাব, তাতে আমার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। আমার কাছে ক্রিকেট থেকে অবসর নেওয়াটা সহজ ছিল। কিন্তু আমি কখনও ক্রিকেট ছাড়ার কথা ভাবিবি। ভারতের হয়ে খেলার স্বপ্ন ছাড়িনি। ওটা ছিল দুই বছর আগে ঘটনা। দুই বছর পরে আমি কোথায়, সেটি এখন দেখা যাচ্ছে। আসলে আমি জানতাম, ভারতীয় টেস্ট টিমে ঠিক ফিরে আসব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।