সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি লতিফ ভূঁইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূঁইয়া কামালকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডায় পারভেজ ব্যাপারী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তিনি এ মামলার ১৩৩ নম্বর আসামি।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সামিউল ইসলাম আসামিকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন।
আদালতে আসামির আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করেন।
বিচারক শুনানি শেষে রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই অন্তত ৫০০ বিক্ষোভকারী বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে অবস্থান করছিলেন। বিকেলে তাদের ওপর আক্রমণ করা হয়। এ সময় গুলিতে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা সবুজ মিয়া গত ২৬ মে বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলার উল্লেখযোগ্য আসামিদের তালিকায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, ফারুক খান, কামরুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, প্রাণ গোপাল দত্ত, খসরু চৌধুরী, এ এম নাইমুর রহমান দুর্জয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সালমা চৌধুরী, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, অভিনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ রয়েছেন।
কুমিল্লার বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান লতিফ ভূঁইয়াকে গত বৃহস্পতিবার রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।