পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক এমপি সোলাইমান সেলিম ৩ দিনের রিমান্ডে

Md Abu Bakar Siddique
আগস্ট ১২, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে আবারও তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ নিহত হওয়ার ঘটনায় করা এ হত্যা মামলায় দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে নেওয়া হলো।

সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে আসামিকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়।

রিমান্ড আবেদনের শুনানির জন্য এজলাসে আনার পর সোলায়মান তার আইনজীবীর কাছে জানতে চান, ‘রিমান্ড চাইবে’?

আইনজীবী বলেন, ‘হ্যাঁ’।

সোলায়মান বলেন, আবারও রিমান্ড আবেদন!

পরে তার আইনজীবীকে জোরালোভাবে শুনানি করতে বলেন।

বিচারক এজলাসে উঠার পর শুনানির শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আসামিকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কারণ হিসেবে বলেন, গত ২৮ জুলাই একটি টেলিভিশনের পর্দায় ‘কোটা আন্দোলন নিয়ে যা ঘটেছিল রাজধানীর আজিমপুরে’ শিরোনামে যে একটি ভিডিও প্রতিবেদন প্রচার হয়। ওই ভিডিওর ১ মিনিট ৫৫ সেকেন্ড এবং ৩ মিনিট ২ সেকেন্ডের সময় আসামিকে সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে দেখা যায়। পুলিশের সঙ্গে তিনি হামলায় অংশ নিয়েছিলেন। হত্যাকাণ্ডে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা উদ্ধার করাসহ ঘটনায় জড়িত অন্যদের সম্পর্কে তথ্য উদঘাটন করার জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন।

তিনি বলেন, সোলায়মান সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরকম একটা ভিডিও পাওয়া গেছে। যেটা অরিজিনাল ভিডিও। অস্ত্র হাতে তাকে গুলি করতেও দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত থেকে সঙ্গীদের নির্দেশনা দিচ্ছিলেন। আসামি আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্বে ছিলেন। তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করা আবশ্যক।

অপরদিকে, রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান সোলায়মানের আইনজীবী এ কে এম শাহনেওয়াজ।

শুনানিতে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করছি। কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন সোলায়মান সেলিম। ইতোপূর্বে এ মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

এর আগে গত ৩১ জুলাই দ্বিতীয় দফায় সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামি কারাগারে থাকায় তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করা হয়।

গত বছরের ২৭ নভেম্বর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রথমবার তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার বিবরণে জানা যায়, গত বছর  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গত বছরের ১৯ আগস্ট তার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

গত বছরের ১৩ নভেম্বর রাতে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার হন সোলায়মান সেলিম।‌ পরের দিন লালবাগ থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।