পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ

Md Abu Bakar Siddique
আগস্ট ২৪, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এবার ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি শেষে ‘নো ওয়ার্ক কর্মসূচি’ ঘোষণা করে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি সদস্য, রেজিস্ট্রার সহ পুরো প্রশাসনের কর্মকর্তারা। রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় দুই দফা দাবিতে ‘নো ওয়ার্ক কর্মসূচি’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ভিতরে-বাহিরে বিভিন্ন রুটিন কাজে আসা শিক্ষক ও কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের দুই দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত ‘নো ওয়ার্ক কর্মসূচি’ চালু থাকবে। তারা হয় দুই দফা দাবি মেনে নেবে নতুবা এভাবে অবরুদ্ধ অবস্থায় থাকবে। শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, দুপুর ১২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমাদের পূর্ব ঘোষিত ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি চলছে। এখন নতুন করে আমরা ‘নো ওয়ার্ক কর্মসূচি’ ঘোষণা করে উপাচার্য, কোষাধ্যক্ষ সহ পুরো প্রশাসনিক ভবনের সবাইকে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছি। দেখি তারা এবার সকাল আটটা টু রাত আটটা কি অফিস করে?

তিনি আরও বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সবাই অবরুদ্ধ থাকবে। এক্ষেত্রে কোনো আপস নেই। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ তালা আর খুলবে না।এর আগে সকাল দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।