সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬ জনকে আবারও নতুন করে যাত্রাবাড়ী থানার পৃথক তিনটি হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে স্টিলের দোকানের কর্মচারী রাসেল মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির উদ্দিন তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।কামরুল ইসলামকে মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন উপ-পরিদর্শক মো. ফকরুল হাসান ফারুক। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে ইমরান হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন উপ-পরিদর্শক মো. নাহিদ হাসান। শুনানির আগে তাদের আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
রাসেল হত্যা মামলার বিবরণে জানা গেছে, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন রাসেল মিয়া। ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী পকেট গেইট সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন আকলিমা আক্তার গত ৩০ জুন হত্যা মামলা করেন।মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলার বিবরণে জানা গেছে, ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তার উপর বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেন প্রান্ত। গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার চাচা নাদিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন৷ইমরান হত্যা মামলার বিবরণী থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ বাহিনী যাত্রাবাড়ীতে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গত বছরের ১ সেপ্টেম্বর তার মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।