পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার সংশ্লিষ্টদের ১২০ হিসাব ফ্রিজ

Md Abu Bakar Siddique
আগস্ট ২৯, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (অ্যাকাউন্ট ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। বাকি ৬টি ডলার অ্যাকাউন্টে ২৪ হাজার ৭৯০ ডলার রয়েছে বলে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।এদিন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান ওই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিতে আবেদন করেন।আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক , সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের নয় সদস্যের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে।অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। এরপর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) ফ্রিজ করা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।

তালিকায় বর্ণিত হিসাব ও ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। হিসাবগুলো ও ব্যক্তিদের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বিধায় অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা একান্ত প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।