গাজীপুরের টঙ্গীতে একটি শিশু খাদ্য উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে গাজীপুর জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেল চারটার দিকে টঙ্গীর বিসিক এলাকার শাপলা ফুট লিমিটেড নামে ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভিন। এসময় অনুমোদনহীন শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।