প্রায় ৪৮ ঘণ্টা পর ইন্টারনেট সেবা আবারও চালু করা হচ্ছে আফগানিস্তানে। এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন আফগান নাগরিকরা। স্থানীয় সাংবাদিকরা জানান, যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে আবারও স্বাভাবিক হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা অনুযায়ী ‘সংযোগ আংশিকভাবে চালু’ হয়েছে।সরকারঘনিষ্ঠ এক সূত্র বিবিসি আফগানকে নিশ্চিত করেছে যে, তালেবান প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্টারনেট আবারও চালু করা হয়েছে। ৪৮ ঘণ্টার এই ব্ল্যাকআউট আফগানিস্তানে ব্যবসা-বাণিজ্য ও ফ্লাইটে ব্যাঘাত সৃষ্টি করেছিল। পাশাপাশি জরুরি সেবায় প্রবেশ সীমিত করেছিল।এদিকে, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে ইন্টারনেট ও টেলি যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ার পর দেশজুড়ে ইন্টারনেট নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে তালেবান প্রশাসন।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার একটি চ্যাট গ্রুপে পাকিস্তানি সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে, তালেবান কর্মকর্তারা দাবি করেছেন যে পুরনো ফাইবার-অপটিক কেবলগুলোর কারণে ইন্টারনেট বিভ্রাট ঘটেছে, যা প্রতিস্থাপনের প্রয়োজন।তিন লাইনের বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা ইন্টারনেটে নিষেধাজ্ঞা আরোপ করেছি বলে যে গুজব ছড়ানো হচ্ছে, সেরকম কিছুই হয়নি।’
তথ্যসূত্র : বিবিসি ও আল-জাজিরা।