পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

লন্ডনে ডানপন্থি বিক্ষোভ ও পাল্টা আন্দোলনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন—“আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না।”

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনের প্রাণকেন্দ্রে ডানপন্থি কর্মী টমি রবিনসনের আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” শীর্ষক মিছিলে ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। পাল্টা কর্মসূচিতে “স্ট্যান্ড আপ টু রেসিজম” সংগঠনের ব্যানারে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয়। পাল্টাপাল্টি এই বিক্ষোভের পরই স্টারমার এই মন্তব্য করেন।তার মতে, যুক্তরাজ্যের পতাকা কোনোভাবেই বিভেদ, ভীতি বা সহিংসতার প্রতীক হতে পারে না। বরং এটি দেশের বৈচিত্র্য ও ঐক্যের প্রতীক। রবিবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বিক্ষোভকে ঘিরে কেন্দ্রীয় লন্ডনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ইউনিয়ন জ্যাক ও ইংল্যান্ডের সেন্ট জর্জ পতাকার পাশাপাশি কিছু স্কটিশ সাল্টায়ার ও ওয়েলসের পতাকাও দেখা যায়। পুলিশের সঙ্গে কয়েক জায়গায় সংঘর্ষ হয়, যাতে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

প্রধানমন্ত্রী স্টারমার রবিবার সাংবাদিকদের বলেন, “মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে, তবে কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা কিংবা বর্ণ বা পরিচয়ের কারণে মানুষকে আতঙ্কিত করা যাবে না।”

তিনি বলেন, “যুক্তরাজ্য সহনশীলতা, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আমাদের পতাকা এই বৈচিত্র্যের প্রতীক, একে কখনোই সহিংসতা বা বিভেদের প্রতীক বানাতে দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।