ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু আস্থা ভোটে হেরে পদ হারিয়েছেন। সোমবার অনুষ্ঠিত পার্লামেন্টের ভোটে তাকে পদচ্যুত করার পক্ষে ৩৬৪ জন সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন এবং ২৫ জন সদস্য ভোটদানে বিরত থাকেন।বাইরু নিজেই এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন। তার লক্ষ্য ছিল সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার প্রতি সমর্থন আদায় করা। কিন্তু শেষ পর্যন্ত ফল উল্টো হয়েছে।মাত্র ৯ মাস দায়িত্ব পালনের পরই তাকে পদ ছাড়তে হলো। ভোটের আগে পার্লামেন্টে বক্তব্যে বাইরু সতর্ক করে বলেন, খরচ ক্রমেই বাড়ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠেছে, আর এ পরিস্থিতি ফ্রান্সের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।বাইরুর বিদায়ে ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও জটিল হলো। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে এখন দুই বছরেরও কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।