পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েলের হামলায় ঘাট ধ্বংস

Md Abu Bakar Siddique
জুলাই ২২, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালিয়ে ঘাট ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরান সমর্থিত এই গোষ্ঠীর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় বন্দরের একটি ঘাট ধ্বংস হয়ে গেছে।

হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েল হোদেইদাসহ হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। হুতির দাবি, তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হোদেইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আগে আক্রান্ত সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করছে। তিনি আরো বলেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে।

এ কথার মাধ্যমে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সদ্যসমাপ্ত ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত দিন, যেখানে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এ ছাড়া হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ‘ইসরায়েল হোদেইদা বন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে এক হুতি নিরাপত্তা কর্মকর্তা বলেন, বন্দরের ঘাট ধ্বংস হয়ে গেছে বোমাবর্ষণে, যেটি পূর্ববর্তী হামলার পর পুনর্গঠন করা হয়েছিল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামলায় যে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তার মধ্যে ছিল ‘প্রকৌশল যান, জ্বালানির কনটেইনার, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত নৌযান’ এবং ব্যবহৃত আরো সন্ত্রাসী অবকাঠামো ‘হুতি সন্ত্রাসী শাসনের।
সূত্র : রয়টার্স, আনাদোলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।