পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এবিএম খায়রুল হক প্রসঙ্গ প্রধান বিচারপতিকে খোলা চিঠি দুই জ্যেষ্ঠ আইনজীবীর

Md Abu Bakar Siddique
আগস্ট ৫, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিনের পথে অদৃশ্য বাধা দূর করতে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। আইন অঙ্গনের দুই জ্যেষ্ঠজন এই চিঠি দেন। তারা হলেন- মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ।জেড আই খান পান্না সোমবার (৪ আগস্ট) গণমাধ্যমকে এই চিঠি পাঠান। আর এস এম মাসুম বিল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ খোলা চিঠি পোস্ট করেন। চিঠিতে সাবেক প্রধান বিচারপতির পক্ষে যোগ্য আইনি লড়াইয়ের পথ উন্মুক্ত করার আহ্বানও জানানো হয়।

চিঠিতে তারা বলেছেন, ‘আপনি এই চিঠি স্বতঃপ্রণোদিত হয়ে বিচারিকভাবে অথবা প্রশাসনিকভাবে আমলে নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে আমরা বিশ্বাস করি। প্রতিষ্ঠিত বিচারিক সিদ্ধান্তে এরকম চিঠি আমলে নেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। আপনার মাধ্যমে আমরা উচ্চ আদালতের অন্যান্য বিচারপতি মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি।’

‘সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায়গুলো আমাদের সাংবিধানিক আইনবিজ্ঞানকে নানাভাবে ঋদ্ধ করেছে। তার রায়ের সঙ্গে যে কেউ দ্বিমত পোষণ করতে বা সমালোচনা করতে পারেন। সেই সমালোচনামূলক বিশ্লেষণ আমাদের সাংবিধানিক পদযাত্রাকে সমৃদ্ধ করবে বলেই আমরা মনে করি।’ ‘কিন্তু সহ-বিচারকদের সহযোগে শুদ্ধ রায় দেওয়ার কারণে বা এর সঙ্গে আনুষঙ্গিক অর্ধসত্য-অসত্য মিলিয়ে মামলা দিয়ে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে- তা আমাদের কাছে বোধগম্য নয়। মানবিক অভিজ্ঞান বলে যে, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ ন্যায়পরিচালন ব্যবস্থার জন্য একটি অশনিসংকেত হয়ে দেখা দেবে।’

চিঠিতে বলা হয়, ‘বিশেষ করে সাংবিধানিক মামলায় বিচারিক মতামতের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে ঢাকায় বা এর উপকণ্ঠে সংঘটিত কোনো হত্যায় কাল্পনিকভাবে মামলা দায়েরের একটি অসুস্থ ও অযাচিত ধারা অনুসরণ করে তার বিরুদ্ধে মিথ্যা, অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্য ফৌজদারি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে যেভাবে হাতকড়া পরানো হয়েছে, আদালতে হাজির করা হয়েছে, রিমান্ড মঞ্জুর করা হয়েছে, ইত্যাদি যেকোনো সাংবিধানিক-ফৌজদারি-আইনবিজ্ঞানের মানদণ্ডে অগ্রহণযোগ্য।’

‘বিচারকদের সুরক্ষার সুপ্রতিষ্ঠিত যেসব বিধিবদ্ধ বা কমন ল নীতি রয়েছে, কোনো (প্রধান) বিচারপতির গ্রেপ্তার তার সুস্পষ্ট লঙ্ঘন। তাই এ ঘটনা আমাদের বিচারিক সংস্কৃতিতে এক কলঙ্কের তিলক হিসেবে দেখা দিয়েছে। এ ঘটনাটি আপনার বিবেককেও আচ্ছন্ন করেছে বলে আমাদের বিশ্বাস।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।