পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জিএমপি কমিশনার প্রথম আলোর ফ্যাসিস্ট ভূমিকা জাগ্রত হচ্ছে

Md Abu Bakar Siddique
আগস্ট ২৭, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, ‘গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এত প্রচেষ্টার পরও যখন আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়, তা মর্মাহত করে।’ প্রথম আলোর সিরিজ প্রতিবেদন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জিএমপি কমিশনার।

নাজমুল করিম খান বলেন, ‘যদি সত্যিই কোথাও অনিয়ম থাকত, তা অন্যান্য গণমাধ্যমের নজরে পড়ত। কিন্তু কেবল একটি মিডিয়া, একটি পত্রিকার চোখেই বিষয়গুলো ধরা পড়ল, তারাই তিনটি সিরিজ করল, এটা সবাই বুঝতে পারে। আমি এর কোনো জবাব আসলে জানি না।’

গাজীপুরে অফিস করলেও জিএমপি কমিশনার কেন ঢাকায় থাকেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে বাসায় থাকি, সেটি গুলশানে ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য একটি কোয়ার্টার হয়েছে, এটি আমার ব্যক্তিগত বাড়ি নয়। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি। সেখানে আমার পরিবার থাকে এবং আমার বেতন থেকে নিয়মিত ভাড়াও কেটে নেওয়া হয়।’

জিএমপি কমিশনার আরও বলেন, ‘আমি রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াতে বিঘ্ন করব, এটা সম্ভব নয়। এটি যদি কেউ বলে থাকে… আমি জানি বলেছে (প্রথম আলো) উদ্দেশ্যমূলকভাবে।’ প্রথম আলো কেন পর পর তিনটি প্রতিবেদন করল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কারও দিকে আঙুল তুলতে চাই না। তবে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে। যখন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করি, তখন প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন, অন্যরা দেখেছে। এখন মনে হচ্ছে, তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।’

নিজের নিরাপত্তাব্যবস্থার বিষয়ে নাজমুল করিম খান বলেন, ‘আমি শুধু নই, আমার আগের কমিশনারও প্রটেকশন নিয়েছেন। আমি যেদিন দায়িত্ব নিতে এসেছি, সেদিনও টঙ্গী থেকে আমাকে প্রটেকশন দেওয়া হয়েছে। এখন যদি সরকার বলে, তুমি প্রটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রটেকশন থাকবে না। আমার পজিশনের কারণে আমি এটা পেয়েছি।’

প্রসঙ্গত, গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাতায়াতের কারণে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।