পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রিয়জন হারালেন রশিদ খান

Md Abu Bakar Siddique
আগস্ট ৩১, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগে শারজায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্টখেলছে আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

এই টুর্নামেন্ট চলাকালীন দাদা হাজি আব্দুল হালিম শিনওয়ারির মৃত্যুসংবাদ পেলেন রশিদ খান। এই দুঃখের সময়ে সতীর্থ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদেরও পাশে পেয়েছেন আফগানিস্তানের অধিনায়ক।

রশিদের দাদার মৃত্যুর কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। তারা হাজির আত্মার শান্তি কামনা করেছেন। তার পরেই দেখা যায়, হোটেলে রশিদের সঙ্গে দেখা করছেন পাক ক্রিকেটারেরা। রশিদকে জড়িয়ে ধরছেন শাহিন শাহ আফ্রিদিরা। এই কঠিন সময়ে প্রতিপক্ষ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন তারা। পাক ক্রিকেটারদের এই কাজের প্রশংসা করেছেন অনেকে।

দাদার মৃত্যুর সংবাদ পেলেও দল ছেড়ে ফেরেননি রশিদ। খেলাকে বেশি প্রাধান্য দিয়েছেন আফগান অধিনায়ক।

এদিকে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ১৪৩ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। ৩৯ রানে জেতে পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রশিদ। সেই ম্যাচের পরেই হোটেলে গিয়ে রশিদকে সান্ত্বনা দেন পাক ক্রিকেটারেরা।

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু এশিয়া কাপ। সেখানে অবশ্য পাকিস্তান ও আমিরশাহির সঙ্গে আফগানিস্তান এক গ্রুপে নেই। রশিদদের গ্রুপ রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। কঠিন গ্রুপ আফগানিস্তানের। সেই কারণেই আগে থেকে প্রস্তুতি শুরু করেছে আফগানেরা। তার মাঝেই দাদার মৃত্যুর খবর পেয়েছেন রশিদ।

সূত্র: আনন্দবাজার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।