টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ফাফ ডু প্লেসিস। যুক্তরাষ্ট্রে চলমান মেজর লীগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের অধিনায়ক হিসেবে দুর্দান্ত এক ইনিংসে তিনি রেকর্ড বইয়ে নাম লেখালেন।
এ ম্যাচে ডু প্লেসিস খেলেছেন ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস। এই ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছয়ের মার। তার এই শতকের সুবাদে টেক্সাস সুপার কিংস সংগ্রহ করে ২২৩ রান এবং এমআই নিউ ইয়র্ককে হারায় ৩৯ রানে।
এটি ছিল অধিনায়ক হিসেবে ডু প্লেসিসের টি-টোয়েন্টি ক্যারিয়ারে অষ্টম শতক। এর আগে পাকিস্তানের বাবর আজম এবং অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার যৌথভাবে ৭টি শতক নিয়ে শীর্ষে ছিলেন। বাবর এই কীর্তি গড়েছিলেন ১৪৪ ম্যাচে, ক্লিঙ্গার ১২০ ম্যাচে। আর ডু প্লেসিস করেছেন ২০৫তম ম্যাচে অধিনায়ক হিসেবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।