পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারতের বিমানবন্দরে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হচ্ছে

Md Abu Bakar Siddique
জুলাই ৬, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কেরালার ত্রিভানদ্রম বিমানবন্দরে তিন সপ্তাহ ধরে রানওয়েতে আটকে থাকা ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর এফ-৩৫বি (F-35B) স্টেলথ যুদ্ধবিমানটি অবশেষে হ্যাংারে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর থেকেই ব্রিটিশ প্রযুক্তিবিদরা তা মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনডিটিভির খবর অনুসারে, যুদ্ধবিমানটি এখন কীভাবে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এর জন্য বিশাল সামরিক পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার ব্যবহার করা হতে পারে। এ নিয়ে নতুন একদল প্রকৌশলী সম্প্রতি এয়ারবাস এ-৪০০এম নামের একটি মালবাহী উড়োজাহাজে কেরালায় এসে পৌঁছেছেন।

তারা মূল্যায়ন করবেন—যুদ্ধবিমানটি স্থানীয়ভাবে মেরামত করা সম্ভব, নাকি খণ্ড খণ্ড করে ফিরিয়ে নিতে হবে। তবে যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে নিতে হবে কড়া নিরাপত্তাব্যবস্থা। কারণ, এটি একটি স্টেলথ যুদ্ধবিমান—যার গোপন প্রযুক্তি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।

প্রসঙ্গত, এফ-৩৫বি হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি যার দাম ১১ কোটি ডলার ছাড়িয়েছে। এর উন্নয়নেও খরচ হয়েছে বিপুল অর্থ। এই মডেলের একটি যুদ্ধবিমান প্রথম ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সি-১৭ বিমানে করে ইউটাহতে নেওয়া হয়। সে সময়ও দেড় লাখ ডলার ব্যয়ে দীর্ঘ চার বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি চলেছিল।

এই ধরনের গোপন প্রযুক্তি যাতে কোনোভাবেই ফাঁস না হয়, সে জন্য প্রতিটি স্ক্রু পর্যন্ত নির্দিষ্ট নিরাপত্তা কোডে তালিকাভুক্ত করা হয়। অপসারণ, পরিবহন এবং নজরদারির প্রতিটি ধাপই নথিভুক্ত করা হচ্ছে, যাতে কোনো ধরনের সামরিক গোপনীয়তা ঝুঁকিতে না পড়ে।

ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, বিমানটি মেরামত হোক কিংবা ফিরিয়ে নেওয়া হোক—সবক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।