পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ভিপিসহ বাতিল ৭

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদ ২৫৫ জন ও সিনেট সদস্য পদে ৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাথমিক তালিকা থেকে সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশন এফ নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক তালিকার আপত্তি ও নিষ্পত্তির পর ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সুষ্ঠু নির্বাচনে কমিশন সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।

প্রকাশিত তালিকা অনুসারে, কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন, এজিএস পদে ১৬ জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৭জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৮জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৭জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১৩জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন এবং কার্যনির্বাহী সদস্য ৪ পদে ৫৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বাতিলকৃত ৭ মনোনয়ন হলো – ভিপি পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, জিএস পদপ্রার্থী আশিকুর রহমান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন আলম, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিচার্ড চাকমা ও কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া বাতিলকৃত সিনেট সদস্য মারুফ হাসান জেমস এবং ওমর ফারুক সাফীন আজমীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।