পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শাবিতে সমাজকর্ম পেশার চ্যালেঞ্জ বিষয়ক সিম্পোজিয়াম

Md Abu Bakar Siddique
জুলাই ৩০, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘দক্ষিণ এশিয়ায় সমাজকর্ম পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম’।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে সমাজকর্ম বিভাগে এ আয়োজন অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং সমাজকর্ম বিভাগের  স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৩৮ জন শিক্ষার্থী তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

সিম্পোজিয়ামে কনভেনর হিসেবে থাকবেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফয়সাল আহমেদ ও সদস্য সচিব অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।  এছাড়াও সিম্পোজিয়ামে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষকরা অনলাইনে যুক্ত হবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আয়োজক কমিটি জানান, সিম্পোজিয়ামে ২টি কি-নোট সেশন ও ৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। কি-নোট সেশনে ১২টি ও প্যারালাল সেশনে ৩৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

প্যারালাল সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পেপার প্রেজেন্ট করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।