২ আগস্ট ২০২৫ইং তারিখে শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ধসঢ়; উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, স্বতন্ত্র পরিচালক জনাব নাসির উদ্দিন আহমেদ ও জনাব মো: রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক জনাব রাশেদ সরওয়ার ও জনাব এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্যাংকের কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। ব্যাংকের সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ ২০২৫ সালের প্রথম ৬ মাসের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথমার্ধ ০৬ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কে. এম. হারুনুর রশীদ
জেএভিপি অ্যান্ড ইনচার্জ, পিআরডি