পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক এমপি শাহিন চাকলাদার ও মাসুদ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Md Abu Bakar Siddique
জুন ৩, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি  আদালত।

দুদকের পৃথক দু’টি আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

শাহিন চাকলাদারের বিষয়ে আবেদনে বলা হয়েছে, শাহিন চাকলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন গত ১৮ মার্চ একটি মামলা দায়ের করে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, শাহিন চাকলাদার বর্তমানে আত্মগোপনে আছে এবং যেকোনো সময় তার পরিবারসহ বিদেশে পালিয়ে যেতে পারে বিধায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে আবেদনে বলা হয়েছে, সাবেক এমপি ও এএম ইন্টারন্যাশলাল লিমিটেডের প্রোপ্রাইটার মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা পূর্বক অবৈধ অর্থ লেনদেন করে প্রচুর অর্থ মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে প্রেরণ করার অভিযোগে দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে যে, মামলার আসামি মাসুদ উদ্দিন চৌধুরী অভিযোগ হতে বাঁচার জন্য বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মামলার তদন্ত শেষ হওয়ার পূর্বে আসামি মাসুদ উদ্দিন চৌধুরী যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।