সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে প্রতারণার শিকার হয়ে ১০০,০০০ দিরহাম হারিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন সতীশ গাড্ডে (ছদ্মনাম, প্রকৃত নাম গোপন রাখা হয়েছে) নামে এক ভারতীয় ব্যাংক কনসালট্যান্ট। দিরহামগুলো তিনি ব্যক্তিগত ঋণের মাধ্যমে ধার নিয়েছিলেন। তিনি প্রতারিত হওয়ার পর মাসিক কিস্তিতে মাত্র ৮০০০ দিরহাম পরিশোধ করছেন, যা তার মাসিক বেতনের অর্ধেকের চেয়েও বেশি!
প্রতারণার পুরো বিষয়টি ঘটেছিল হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে। তাকে একটি হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে যুক্ত করা হয়েছিল। আর যারা তার সঙ্গে এমন প্রতারণা করেছে, তাদের সঙ্গে কখনো তার কথা বা দেখা হয়নি।
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে তিনি জানিয়েছেন, প্রতারণার বিষয়টি মনে হলে বিশ্বাস করতে পারি না যে, আমি এর মধ্য দিয়ে গিয়েছি। হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে আমি এমন লোকদের বিশ্বাস করেছিলাম, যাদের সম্পর্কে কিছুই জানতাম না। এমনকি তাদের গলার আওয়াজও ছিল আমার অজানা। তারা আমাকে আর্থিক ভাবে শেষ করে দিল!
সূত্র: খালিজ টাইমস।