বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তরের তিন সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মশিউর রহমান জিসান, সাধারণ সম্পাদক মো. সালমান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে তাসনিম বিন আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (৩০ জুন) বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্যসচিব হাসিব খান রাফি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতির দায়িত্ব পেয়ে মশিউর রহমান জিসান বলেন, ‘আমাকে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ঢাকা মহানগর উত্তর আওতাধীন প্রতিটি থানা এবং ওয়ার্ডে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের বার্তা পৌঁছে দেব এবং আওতাধীন সব ইউনিটকে ছাত্রসমাজের ঘাঁটিতে পরিণত করব, ইনশাআল্লাহ।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।