পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা পাবেন শিক্ষার্থীরা

Md Abu Bakar Siddique
আগস্ট ২, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন এলাকায় দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা বিনামূল্যে বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ (বিনা) এই চারা উৎপাদন করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেশব্যাপী এ চারা সরবরাহ করবেন। জুলাই বিপ্লব ও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিনা উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে প্রায় ৩০ হাজার বিনালেবু-১ এর গুটি কলম তৈরির কাজ চলছে। বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষতমতা বাড়াতে হজম ক্ষমতা উন্নত এবং ওজন কমাতে সাহায্য করে। তিনি আরো বলেন, বিনা উদ্ভাবিত বিনালেবু-১ একটি বীজবিহীন লেবুর জাত। জাতটি সারা বছর ফলন দেয়। ফল ডিম্বাকার, ফলের অগ্রভাগ সূচাঁলো এবং ফল সুগন্ধিযুক্ত। পরিপক্ক অবস্থায় কিছু ফলে ২-৩ টি বীজ থাকতে পারে, অধিকাংশ ফলই বীজ শূন্য থাকে। প্রতিটি ফলের ওজন ৯০-১৫০ গ্রাম। ফলের চারা রোপণের সময় হতে ১০-১১ মাসের মধ্যে প্রথম ফলন পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।