পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিনাধান-১৯: ফলন বেশি, রোগবালাই কম, ভাত সুস্বাদু

Md Abu Bakar Siddique
আগস্ট ১৪, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছোটআলমপুরে আউশ ধানের প্রায়োগিক পরীক্ষণ মাঠে ‘বিনাধান-১৯ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ১৩ আগস্ট বিকেলে। আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্র।

বক্তারা জানান, বিনাধান-১৯ আউশ মৌসুমের স্বল্পজীবনকালীন (৯৫-১০০ দিন) একটি জাত। এ বছর কুমিল্লার বিভিন্ন স্থানে এর শস্য কর্তনে হেক্টরপ্রতি ফলন হয়েছে ৪.৫ থেকে ৬.২ টন পর্যন্ত। রোগবালাই কম হয় এবং ভাতের স্বাদ উন্নত। বছরে ৩-৪টি ফসল করতে ইচ্ছুক কৃষকদের জন্য শস্যবিন্যাসে বিনাধান-১৯ অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মো. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা উপকেন্দ্র কুমিল্লার এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি, আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নিজাম উদ্দিন।

সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বক্তারা বিনাধান-১৯ কে খরাসহিষ্ণু জাত হিসেবে আগামী বছর থেকে অধিক পরিসরে চাষাবাদের পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।