ঢাকা, ২৪ জুলাই ২০২৫ রাজধানীর রান্নার জগতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ঐক্য এসএমই ফাউন্ডেশন। তাদের ব্যতিক্রমী আয়োজন ‘সি ফুড মেকিং ওয়ার্কশপ’ এবার সাগরের স্বাদ নিয়ে আসছে শহরের রান্নাঘরে। জনপ্রিয় রন্ধনশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনছার নাহার এই একদিনের এক্সক্লুসিভ ওয়ার্কশপ পরিচালনা করবেন।
আগামী ১ আগস্ট, শুক্রবার, মহাখালী নাবিস্কো সংলগ্ন ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন, যা ইতিমধ্যেই সি ফুডপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখবেন সাতটি মুখরোচক ও সুস্বাদু সি ফুড রেসিপি। প্রতিটি রেসিপির সঙ্গে থাকছে প্রিন্টেড রেসিপি শিট, যা ঘরেই বারবার প্রস্তুত করার সুযোগ করে দেবে।
শেখানো হবে যেসব রেসিপি:
-
🍤 সি ফুড ফ্রাইড রাইস
-
🥗 ক্যালামারি রিং সালাদ
-
🍜 সি ফুড রামেন স্যুপ
-
🦞 লবস্টার গ্রিল
-
🐟 ফিস অ্যান্ড চিপস উইথ লেমন বাটার সস
-
🐠 লইট্টা ফ্রাই
-
🦀 ক্রাব বাটার মাসালা
ওয়ার্কশপটি হবে ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউটের ৮ম প্রশিক্ষণ আয়োজন, যেখানে শেখানোর পাশাপাশি থাকবে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ। হাসিনা আনছারের অভিজ্ঞতা ও সৃজনশীল রন্ধনশৈলী ওয়ার্কশপে যোগ করবে এক নতুন মাত্রা।
আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে ঐক্য এসএমই ফাউন্ডেশনের অফিসে, মহাখালী নাবিস্কো বাসস্ট্যান্ড সংলগ্ন ঠিকানায়।
📅 তারিখ: ১ আগস্ট, শুক্রবার
📍 স্থান: ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউট, মহাখালী, নাবিস্কো সংলগ্ন
সি ফুডপ্রেমীরা, আপনি প্রস্তুত তো?
একদিনের এই ওয়ার্কশপ হতে পারে আপনার জন্য রান্না শেখার এক অনন্য অভিজ্ঞতা।